বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আকাশ রাজশাহীর পুঠিয়া উপজেলার ভারোটা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আর আহত সজিব মিয়া নগরীর বোয়ালিয়া থানার মাসুম মিয়ার ছেলে। আহত সজিব রামেকের আইসিইউতে রয়েছেন।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, প্রাইভেটকারটি পুঠিয়ার দিকে থেকে দ্রুতগতিতে রাজশাহীর দিকে যাচ্ছিলো। হঠাৎ রাজশাহী জুট মিলের দুই নম্বর গেটের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তা থেকে ছিটকে যায়।
এবিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, পুঠিয়া থেকে প্রাইভেটকারটি রাজশাহী নগরীর দিকে আসছিল। গাড়িটি কাটাখালী জুটমিলের ২ নম্বর গেটে পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে গাড়িতে থাকা আকাশ ও সজীব গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করে। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আকাশের মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আহত সজীবের জ্ঞান ফিরলেই রহস্য উদঘাটন করা যাবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্ত।
0 মন্তব্যসমূহ