Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

পুঠিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করেছে পুঠিয়া উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এর মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী নুরুল হাই মোহাম্মদ আনাছ। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মোঃ মনসুর রহমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।



এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেন, পুঠিয়া পিএন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার সরকার প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে পুঠিয়া উপজেলা পরিষদ নতুন হলরুমে কেক কাটা, র‌্যালি, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ