Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

পুঠিয়া আ.লীগের সভাপতি নজরুল, সম্পাদক কনক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অধ্যক্ষ নজরুল ইসলামকে  সভাপতি ও শাহরিয়ার রহিম কনক’কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে পুঠিয়া পিএন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলন শেষে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ৭১ সদস্য বিশিষ্ট হবে। পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা আসতে কিছুটা দেরি হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার।

সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সদস্য আব্দুল আওয়াল শামিম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নজরুল ইসলাম ঠান্ডু,পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, মোহাম্মদ নাসির উদ্দিন লাভলু, একরামুল হক, জাকির ইসলাম সান্টু সহ স্থানীয় জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ