মঙ্গলবার (১ মার্চ) সংবাদ সম্মেলন করেন তারা। আগামী ১২ মার্চ দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আ.লীগের একাংশ ওই বর্ধিত সভা করে।
একরামুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আঃ মজিদ সরদার, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, আবুল কালাম আজাদ বাচ্চু, রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ওমর ফারুক, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ, ২নং ইউপি চেয়ারম্যান মোঃ কালাম, ৪নং দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল হক টুকু প্রমূখ।
সংবাদ সম্মেলনের লিখিতে বক্তব্যে বলা হয়, আগামী ০৩ মার্চ ২০২২ইং ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক একটি পত্র প্রদান করলে “ভোটার বিহীন কাউন্সিল নির্বাচন হতে যাচ্ছে” এই শিরোনামে গত ১৭ ফেব্রুয়ারি পত্রিকায় সংবাদ প্রকাশ হলে, এ বিষয়টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল সাহেবের দৃষ্টি গচর হয়।
যার ফলে গত ২৫ ফেব্রুয়ারি রাজশাহীতে পর্যটন মোটেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ নেত্রী বর্গের সহিত পরামর্শ ক্রমে সম্মেলনের তারিখ পরিবর্তন পূর্বক গঠনতন্ত্র মোতাবেক ১২ই মার্চ ২০২২ ক্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেন। এর প্রেক্ষিতে জেলার সাধারণ সম্পাদক সহ জেলার নেত্রীবর্গ উপজেলা অনুমোদনহীন সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এর একাংশের লোক নিয়ে দুর্গাপুর মহিলা কলেজ হলরুমে বর্ষিক সভা করেন।
সভায় বক্তাগণের বক্তব্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে নজরুল এবং তোফাজ্জল কে আগামী দিনের নেতৃত্বের আগাম প্রকাশ করেন। ইহাতে দুর্গাপুর উপজেলার সকল শ্রেণী আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ও নামার সমর্থক বৃন্দ ক্ষুব্ধ হন এবং আজকের এই প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
২০১৪ হইতে নজরুল ইসলাম সভাপতি তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক পদে থাকলেও উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নাই। আজকের এই সাংবাদিক সম্মেলন এর মাধ্যমে কেন্দ্রীয় নেত্রীবৃন্দের কাছে আকুল আবেদন দুর্গাপুর উপজেলার নিম্ন লিখিত দাবির প্রতি সদয় বিবেচনা করে দুর্গাপুর উপজেলা সম্মেলনের আয়োজন করে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগকে সু-সংগঠিত ও বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামীলীগ গঠন করার আবেদন জানাচ্ছি।
তাদের লিখিত দাবি সমূহ হলো
> বিতর্কিত নজরুল ইসলাম ও তোফাজ্জলের নেতৃত্বে আর কোন সম্মেলন না করা।
> জেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে আগাম সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা বিষয়টি প্রত্যাহার করা।
> গঠনতন্ত্র মোতাবেক উপজেলা আহব্বায়ক কমিটি গঠন করে পৌরসভা সহ সাতটি (০৭) ইউনিয়নে ওয়ার্ডের সদস্য ফরম বিতরণ, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি গঠন স্বাপেক্ষে ত্রি-বার্ষিক সম্মেলক করা।
0 মন্তব্যসমূহ