ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাড়ি বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায়। সে ওই এলাকায় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী ওই ছাত্রী সকালে কাচুপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। সেখানে ইফতার শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিল সে। চারজন ব্যক্তি ধারালো অস্ত্র দেখিয়ে ভ্যানগাড়িটি আটক করে যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে তারা ভ্যানের সব যাত্রীকে তাড়িয়ে দেয়। ওই চারজনের একজন মেয়েটিকে পাশের কলাখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি স্থানীয় একটি বাজারে দাঁড়িয়ে কাঁদতে থাকলে সেখানকার এক ব্যক্তি তাকে উদ্ধার করে পুঠিয়া থানায় নিয়ে আসেন।
পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, এই ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার হওয়া ওই ছাত্রীর মা মামলা করেছেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। আসামিদের নাম-পরিচয় শনাক্ত করা গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। আজ সকালে ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ