Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

পুঠিয়ায় মাটি ফেলে পাকা রাস্তা নষ্ট করায় ইটভাটার মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলায় পাকা রাস্তা নষ্ট করে চলাচলের অনুপযোগী করার অভিযোগে জের মোহাম্মদ নামের এক ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ তাকে এই জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার ধোকড়াকূল এলাকার বাসিন্দা ও স্থানীয় এমআর ইটভাটার মালিক। এই ইটভাটায় মাটি পরিবহনের জন্য তিনি পুঠিয়া-তাহেরপুরের রাস্তা ব্যবহার করেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জের মোহাম্মদ দীর্ঘদিন ধরে ইটভাটায় মাটি নেয়ার কাজ করে আসছিলেন। এতে রাস্তায় চলাচলে সমস্যার কথা জানিয়ে এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলেন। পরে উপজেলা প্রশাসন এ বিষয়ে ইটভাটার মালিককে নোটিশ দিলেও মাটি পরিবহন বন্ধ হয়নি।

এর মধ্যে গতকাল মঙ্গলবার ভোররাতে রাজশাহীতে বৃষ্টি হয়। এতে মাটিটানার ট্রাক থেকে পড়া মাটিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এতে ছোটখাটো দু-একটা দুর্ঘটনাও ঘটেছে। পরে আজ সকালে এ বিষয়ে অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে ইউএনও নুরুল হাই মোহাম্মদ বলেন, এমআর ইটভাটা কর্তৃপক্ষ পুঠিয়া–তাহেরপুর রাস্তা দিয়ে মাটি পরিবহন করায় সরকারি রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্থানীয় লোকজন দুর্ভোগও পোহাচ্ছেন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ইটভাটার মালিকের বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬০–এর ২৯১ ধারায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ