Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

দুর্গাপুরে ঋণের দায়ে চিরকুট লিখে বৃদ্ধের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে আবু বাক্কার সিদ্দিক (৬৫) নামে এক বৃদ্ধ ঋণের দায়ে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের দূর্গাদহ গ্রামে মৃতের নিজ বাড়ির পাশে আমবাগানে আত্মহত্যার এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (২৬ এপ্রিল) পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্যবসায়িক কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ২০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছিলেন তিনি। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ও বিভিন্ন পাওনাদারের অব্যাহত চাপে মানসিক শক্তি হারিয়ে আত্মহননের পথ বেছে নিতে পারেন তিনি।

ভিকটিমের পকেট থেকে উদ্ধার হয়েছে চিরকুট। এনিয়ে গ্রামবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের ওসি (তদন্ত) নয়ন হাসান বলেন, ঋণের দায়ে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন। তার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ