এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্যবসায়িক কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ২০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছিলেন তিনি। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ও বিভিন্ন পাওনাদারের অব্যাহত চাপে মানসিক শক্তি হারিয়ে আত্মহননের পথ বেছে নিতে পারেন তিনি।
ভিকটিমের পকেট থেকে উদ্ধার হয়েছে চিরকুট। এনিয়ে গ্রামবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের ওসি (তদন্ত) নয়ন হাসান বলেন, ঋণের দায়ে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন। তার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
0 মন্তব্যসমূহ