গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা নামীয় একটি জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা রমজান মাস উপলক্ষে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ৮৫০ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কানাডা ভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফর রিলিফ ফাউন্ডেশন (আই. ডি. আর. এফ) এর আর্থিক সহায়তায় এই খাদ্য সামগ্রী বিতরণ করে। গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার চেয়ারম্যান মো: নূরুল ইসলামের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌর মেয়র মো: তোফাজ্জল হোসেন, দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসমত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.এন. এম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মিসেস বানেছা বেগম, মহিলা কাউন্সিলর ঝর্ণা বেগম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: মাহাফুল ইসলাম লিটন ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা দুর্গাপুর উপজেলার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা ও কানাডিয়ান দাতা সংস্থা আইডিআরএফকে ধন্যবাদ জানান। সংস্থার চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম অবহিত করেন যে, দুর্গাপুর উপজেলায় টেকসই জীবিকায়নের আওতায় ৩ বছর মেয়াদী হাঁস পালন কর্মসূচি চলমান রয়েছে, যেখানে বিনা মূল্যে হাঁস, হাঁসের খাদ্য ও ঔষধ সরবরাহ করা হয়। উক্ত প্রকল্পের মাধ্যমে ১৮০ জন উপকারভোগীকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও প্রতি বছর বিভিন্ন সময়ে সংস্থার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রয়েছে।
0 মন্তব্যসমূহ