স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে মুখে টর্চলাইটের আলো পড়াকে কেন্দ্র করে বিরোধে ছুরিকাঘাতে মন্টু আলী (২৪) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী গ্রামের কালিগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত মন্টু ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে মন্টু, অনিক, ফাহিমসহ কয়েকজন তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের পাশ দিয়ে মোহনপুর উপজেলার ধড়সা গ্রামের মৃত আবু বাক্কারের ছেলে ও কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বন্ধন ও তার বন্ধুরা যাওয়ার সময় তাদের মুখে টর্চলাইটের আলো পড়ে।
এ নিয়ে দুপক্ষে বাগবিতণ্ডার একপর্যায়ে ধস্তাধ্বস্তি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বন্ধন ও তার সহযোগীরা কালিগঞ্জ বাজারে মন্টু মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মন্টুকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি হাসমত আলী বলেন, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত করা হয়। পরে সন্ধ্যার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মন্টু আলী হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
0 মন্তব্যসমূহ