Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

শিশু পুঠিয়ার, মা-বাবার জাতীয়তা উগান্ডা!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় এক শিশুর জন্ম সনদে মা-বাবার জাতীয়তা এসেছে উগান্ডা। এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়েছে। তবে পরিষদের সংশ্লিষ্টরা বলছেন, এটা সার্ভারের কারণে এমনটি ঘটেছে। উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ওই শিশুর বাবা রাকিবুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রায় ১০ মাস আগে আমাদের একটি ছেলে হয়। আর গত ডিসেম্বরে তার জন্ম সনদের জন্য পরিষদে আবেদন করা হয়। এদিকে গতকাল সোমবার সকালে পরিষদ থেকে জন্ম সনদটি তুলে আনা হয়। পরে বাড়ি ফিরে দেখি সনদে পিতা-মাতার জাতীয়তার স্থানে বাংলাদেশের স্থলে উগান্ডা লেখা। আর ওই সনদে চেয়ারম্যান নিজেই সীল-স্বাক্ষর করেছেন।’

রাকিবুল ইসলাম আরও বলেন, ‘এই ভুলের বিষয়টি গতকাল সোমবার পরিষদে জানালে সংশোধনীর জন্য তাদের আবারও টাকা দিতে হয়েছে।’

নাম প্রকাশ না করা শর্তে একজন ইউপি সদস্য বলেন, ‘পরিষদের ডেটা এন্টি অপারেটর মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটাচ্ছেন। বিষয়গুলো তদারক করতে চেয়ারম্যান ও অপারেটরকে একাধিকবার বলেও কোনো লাভ হচ্ছে না। আর তাদের এই ভুলের মাসুল দিতে হচ্ছে জনসাধারণকে।’

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু বলেন, এটা আমাদের ভুল নয়, মাঝেমধ্যে সার্ভারের কারণে এমনটি ঘটে থাকে। তবে ভুক্তভোগী সংশোধনীর আবেদন করলে আমরা ঠিক করে দেব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ