বুধবার (১১ জানুয়ারি) সকালে এ ঘটনাটি ঘটে রাজশাহীর পুঠিয়ার সদর এলাকার একটি চা-দোকানে।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুস সোবহান বলেন, সকালে আমি পাউরুটি কিনে খেতে গিয়ে সিগারেটের ফিল্টার পেয়েছি। পরে সেটার ছবি তুলে বিষয়টি ইউএনও স্যারকে অবহিত করেছি। তিনি পাউরুটির কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে চা-দোকানের মালিক সনজিত হালদার বলেন, ‘আমি বেলাল নামে এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে প্রতিদিন বিস্কুট ও পাউরুটি কিনি। পাউরুটিগুলো পুঠিয়া নিউ একতা বিস্কুট ফ্যাক্টরিতে তৈরি করা হয়।’
সনজিত হালদার আরও বলেন, ‘আজ সকালে সোবহান নামে ওই সাবেক সেনাসদস্য একটি পাউরুটি কেনেন। পরে প্যাকেট খুলে কামড় দিতেই বেরিয়ে আসে সিগারেটের ফিল্টার। পরে বিষয়টি বিক্রয় প্রতিনিধি বেলালকে জানানো হয়।’
এ ব্যাপারে কথা হয় নিউ একতা বিস্কুট ফ্যাক্টরির মালিক মনির হোসেনের সঙ্গে। তিনি বলেন, কারখানায় অনেক শ্রমিক কাজ করেন। কেউ ভুলবশত এই কাজটি করে থাকতে পারেন। তবে আপনারা জানালেন, এখন থেকে আমরা সতর্ক থাকব।
এ বিষয়ে পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (উইএনও) নুরুল হাই মোহাম্মদ আনাসকে তার মুঠোফোনে কল করা হয়েছিল। তার সাড়া না পাওয়ায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
0 মন্তব্যসমূহ