Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

দুর্গাপুরে ফসলি জমিতে পুকুর খনন, ভেকু মেশিনে এলাকাবাসীর আগুন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে জোর করে ফসলি জমিতে পুকুর খননের প্রতিবাদে ভেকু মেশিনে (এস্কেভেটর) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ধানের জমিতে পুকুর খনন করলে পানি নিষ্কাশনের সমস্যা সৃষ্টি হবে বলে অভিযোগ তুলে আগুন দেয় এলাকাবাসী।

বুধবার (৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার হুজা অনন্তকান্দি মৃধাপাড়া বিলে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, দুর্গাপুর উপজেলার ৬ নম্বর মাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হুজা অনন্তকান্দি মৃধাপাড়ায় একটি বিল রয়েছে। স্থানীয় টুটুল ও জাহাঙ্গীর পুকুর খননের উদ্দেশ্যে বিলটির প্রায় ৩০-৪০ বিঘা জমি লিজ নিয়েছেন। ওই বিলের ফসলি জমিতে মাটি কাটতে ভেকু মেশিন নিয়ে যান টুটুল ও জাহাঙ্গীর। খবর পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য আ. হালিমের নেতৃত্বে ওই মেশিনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন। এলাকাবাসীর দাবি, লিজের ওই জমিতে পুকুর খনন করা হলে বিলের পানি নিষ্কাশনের সমস্যার সৃষ্টি হবে। এতে জমি চাষের অযোগ্য হয়ে পড়বে।

ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ