উপজেলা প্রকল্প বাস্তবায়ন দফতর সূত্রে জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার ১৪ জন মুক্তিযোদ্ধাকে বাসস্থান (বীর নিবাস) তৈরি করে দেওয়া হবে। সে অনুযায়ী, নির্মাণকাজও শুরু হয়। একতলাবিশিষ্ট প্রতিটি বাড়ি নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ১৩ লাখ ৫০ হাজার টাকা। প্রতিটি বাসস্থানের ভেতরে থাকছে তিনটি শয়নকক্ষ, খাবার ঘর, বাথরুম ও রান্নাঘর। নির্মাণ করছে এস টি কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল গত বছরের ৩০ নভেম্বর।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বলেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণ হচ্ছে, এটা খুবই আনন্দের সংবাদ। তবে প্রকল্পের সময় শেষ হলেও নির্মাণকাজ শেষ হয়নি।
এ বিষয়ে এস টি কনস্ট্রাকশনের কর্ণধার শাকিবুর রহমান বলেন, বিভিন্ন জটিলতার কারণে কিছুদিন নির্মাণকাজ বন্ধ ছিল। এতে করে কাজের সময়সীমা শেষ হয়ে যায়। তবে অচিরেই কাজের সময় বাড়িয়ে আবার বাকি নির্মাণকাজ শুরু করা হবে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, এক মুক্তিযোদ্ধার অভিযোগের কারণে কিছুদিন কাজ বন্ধ ছিল। আইনি জটিলতা শেষ হওয়ায় আবার কাজ শুরু করা হবে।
0 মন্তব্যসমূহ