নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাল্টে গেছে স্বাস্থ্য সেবা। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবা খাতুন আন্তরিক চিকিৎসা সেবায় অগ্রনী ভুমিকা রেখেছেন। তিনি সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে চলেছেন। প্রসূতি মায়েদের জন্য সিজারিয়ান সেকশন চালু করেছেন যেখানে প্রতিদিন বিনা খরচে সিজার হচ্ছে। এছাড়াও হাসপাতালে বিনামূল্যে ঔষধ পেয়ে খুশী দরিদ্র
রোগীরা। হাসপাতালে আসা রোগীদের সাথে কথা বললে তারা জানান, মাহবুবা স্যার আসার পর হাসপাতালের চিত্র পাল্টে গেছে। তিনি আমাদের সব সময় সেবা ও পারামর্শ দিয়ে থাকেন।
পেটের সমস্যা নিয়ে হাসপাতালে আসা রোগী সানোয়ারা বেগম বলেন, আগে হাসপাতালে চিকিৎসা সেবার মান ভালো ছিল না। এখন অনেক পরিবর্তন হয়েছে। সরকারি হাসপাতালে এমন সেবা পাওয়া যাবে তা বাস্তব না দেখলে বিশ্বাস হবে না। চিকিৎসা নিয়ে সরকারি ঔষধ নিয়ে বাড়ি ফিরেছি।
সুর্যহারা বেগম বলেন, আমি গরীব মানুষ আমার ওষুধ কেনার টাকা নেই তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমার একমাত্র ভরসা আমাদের এই হাসপাতালটির ডাক্তারগুলো অনেক ভালো প্রতিদিন শত শত মানুষদের চিকিৎসা সেবা দিয়ে থাকে । আমি সরকারি ওষুধ পাই এই আস্থা রাখি বাহির থেকে ওষুধ কেনা লাগে না।
আলীপুরের মনিরা খাতুনের সিজার শেষে তার স্বামী মিলন জানান, আমি হাসপাতালের চিকিৎসায় শুধু খুশী নয়, অনেক, অনেক, অনেক খুশী। এখানকার ডাক্তার নার্স অনেক অন্তরিক। তার স্ত্রী জানান, আমি ও আমার বাচ্চা সুস্থ রয়েছে অনেক ভালো চিকিৎসা সেবা পেয়েছি।
এছাড়াও আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান সোহাগ হাসপাতালের বাইরে রয়েছে অভিযোগ বক্স যেখানে কোন অভিযোগ অথবা পরামর্শ জমা দিলেই তাৎক্ষণিক মিলে সমাধান।
থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন জানান, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান অতীতের সকল সময়ের চেয়ে উত্তম। আর এটা সম্ভব হয়েছে জনাব প্রফেসর ডাঃমনসুর রহমান এমপি মহোদয়ের আন্তরিকতা ও টি এইচ এ এবং আবাসিক মেডিক্যাল অফিসার মোঃ মেহেদী হাসান সোহাগ এর ঐকান্তিক প্রচেষ্টায়।আশা করছি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ এ ডাঃ মাহবুবা খাতুন জানান, আমার উপর একটি পবিত্র দায়িত্ব অর্পিত। সাধারণ জনগণের সেবা করাকে আমি নিজের একটি ইবাদত মনে করি। হাসপাতালে সকল কিছুই তাদের সম্পদ আমরা তোদের সেবা করার জন্য রয়েছি। এটা তাদের মৌলিক অধিকার সেটির রক্ষার জন্য সর্বদা চেষ্টা করে থাকি।
0 মন্তব্যসমূহ