Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

দুর্গাপুরে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন হয়েছে



আব্দুল খালেকঃ 
রাজশাহী দুর্গাপুর উপজেলা দেলুয়াবাড়ী ইউনিয়নের যুগিশো তোতারপড়ায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। শনিবার বিকেল ৬ টায় দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়ন যুগিশো তোতারপাড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
এতে অংশ নেন মামলার আসামী,স্বাক্ষী ও স্থানীয় গ্রামবাসীরা।

জানা যায়, যুগিশো গ্রামের সোহরাফ আলীর স্ত্রী শাকিলা বেগম একই গ্রামের ৬ জনের নামে শ্লীলতাহানির অভিযোগ তুলে জেলা বিজ্ঞ আদালতে গত (৩০শে মে) একটি মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলার পর  গ্রামবাসীদের মাঝে দেখা দেয় সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া। মামলার আসামী ও স্বাক্ষীর অগোচরে এমন মামলা হওয়ায় মামলা প্রত্যাহারে দাবি জানিয়ে এ মানববন্ধন করেন গ্রামবাসীরা। এতে অংশ নেই ওই গ্রামের শতশত নারী,পুরুষ। 

এলাকায় শাকিলা বেগম একজন দুর্ধর্ষ নারী 
 তার হাত থেকে মানুষ বাঁচতে সবসময় দুরে দুরে থাকেন। কোনো কিছু হলেই কারনে অকারনে মামলা টুকে দেন তিনি। মামলাই যেন তার নেশা। মামলা করে মানুষের কাছ থেকে হাতিয়ে নেন নগদ অর্থ। স্বাক্ষীরাও মামলার স্বাক্ষী দিতে না গেলে দেখান ভয়। 
 
 গত ৩০ মে আবারো মিথ্যে অভিযোগ তুলে ধরে পুর্ব শত্রুতার জের ধরে যুগিশো গ্রামের ৬ জনের বিরুদ্ধে জেলা বিজ্ঞ  আদালতে মামলা করেন। ওই মামলায় ৩ জন নারীকেও আসামী করা হয়। মানববন্ধনে মিথ্যা মামলার বাদীর শাস্তির ও মামলা প্রত্যাহারে দাবি জানানো হয়। এবং বিজ্ঞ আদালতের দৃষ্টি কামনা করেন আসামী বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানান এলাকাবাসী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এসময় মানববন্ধনে অংশ নেন দুর্গাপুর উপজেলার ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আল-আমীন,   স্থানীয় মেম্বার জিয়াউর রহমান, যুগীশো ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, আলহাজ্ব জাদু, লোকমান আলী,সাইনুল ইসলাম,আঃ কুদ্দুস, জাহাঙ্গীরসহ এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ