Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

দুর্গাপুরে পাথর বোঝাই ট্রাকের চাপায় সার্ভেয়ার নিহত





নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীর দুর্গাপুরে পাথর বোঝাই ট্রাকের চাপায় আব্দুল্লাহ আল কাফি (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় সাথে থাকা আরেক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (১৯ জুন) বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের যুগিশো পালশা কেয়াতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ আল কাফির বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ গ্রামে। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেন, ‘ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মোহনগঞ্জ বাজার থেকে জমি জরিপের (সার্ভেয়ার) কাজে আব্দুল্লাহ আল কাফি ও তাঁর সঙ্গে এক ব্যক্তি কানপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে যুগিশো কেয়াতলা নামক স্থানে এক সিএনজির সঙ্গে কাফির মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ সময় পাশ দিয়ে যাওয়া চলন্ত পাথর বোঝাই ট্রাকের চাকার নিচে চাপা পড়েন সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন বলে জানান স্থানীয় লোকজন।
পরে দুর্গাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ট্রাক জব্দ করে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত জব্দকৃত ট্রাক ঘটনাস্থলে পুলিশ হেফাজতে ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ