রাজু আহমেদঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বার্তায় তিনি বিশ্বের সকল প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি অভিনন্দন জানান। মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে বিশ্ব মুসলিম উম্মার সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেন তিনি।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা সিদ্দিক বলেন, প্রতীকী পশু কোরবানির সঙ্গে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার দীক্ষা দিতে।
ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
0 মন্তব্যসমূহ