দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলা কিসমত গণকৈড় ইউনিয়নে তেঁতুলতলা এলাকায় ৩ মোটরবাইক ও তিনচাকার সিএনজির সংঘর্ষে ১০ জন আহত ও রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহাদাত (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক মৃত্যু বরন করেছেন ।
এলাকাবাসীর সুত্রে জানাযায়, গত ৭ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাহেরপুরের দিক থেকে দুর্গাপুর গামী দুটি মোটরসাইকেল রাজশাহী থেকে আসা তিন চাকার সিএনজি ও তার পিছনে থাকা অপর আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ও মোটরসাইকেল আরোহীরা মারাত্মক আহত হন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানোর পথে একজনের মৃত্যু হয়। আপর মোটরসাইকেল আরোহী তানভীর ( ২০) রাজশাহী মেডিকেলে ও আশিক (১৭) তাহেরপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় আহত রাকিব (২৭) তোহা(৬) ও তার মাতা এসনাহার (৩২) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন ।
এ বিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, সিএনজি মোটরসাইকেল এক্সিডেন্টে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনা আইনে মামলা রেকর্ড করা হয়েছে।
0 মন্তব্যসমূহ