নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংক শাখা উদ্ভোধন করা হয়েছে।
২৬ আগষ্ট শনিবার এজেন্ট ব্যাংক দুর্গাপুর শাখার সত্বাধিকারী আইকন ট্রেড ইন্টারন্যাশনাল এর আয়োজনে সিংগা বাজারে উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের হেড আব এজেন্ট ব্যাংক ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজ কবির অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা করেন। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আইকন ট্রেড ইন্টারনালের স্বত্বাধিকারী মোঃ তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংকের রাজশাহী শাখার ম্যানেজার মোঃ আবদুল্লাহ আল মামুন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজশাহী শাখার ডেপুটি ম্যানেজার মোঃ আবদুল হান্নান, নাসা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো: জাহিদুল ইসলাম।এছাড়াও নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এজেন্ট ব্যাংকিং এর নানা সুযোগ সুবিধা নিয়ে আলোচনা শেষে রঙ্গিন ফিতা কেটে শাখার উদ্বোধন করা হয়।
0 মন্তব্যসমূহ