নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের তাড়াশে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা( ইউএনও) মোঃ সোহেল রানা যোগদান করেছেন। অপর দিকে সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছেন মোঃ খালিদ হাসান।
গত ৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী কমিশনার ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা কে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করেন।
এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর (রোববার) বিকেলে তাড়াশ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মেজবাউল করিমের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সোহেল রানা। অপর দিকে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমির) এর পদ শূন্য থাকায় সেই পদে মোঃ খালিদ হাসান যোগদান করেছেন।
0 মন্তব্যসমূহ