দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে র্যালী আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার ” এই স্লোগান নিয়ে ১৭ সেপ্টেম্বর বেলা দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ৫ আসনের সাংসদ প্রফেসর ডাঃ মুনসুর রহমান (এমপি) বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) জসীম উদ্দিন হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান, বানেছা বেগম, আব্দুল মোতালেব মোল্লা, দুর্গাপুর পৌর মেয়র, সাজেদুর রহমান মিঠু দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী ও সাবলম্বী স্থানীয় সরকার ব্যবস্থা তৈরি করার প্রতি গুরুত্ব আরোপ করেন। এনিয়ে নানা দিক আলোচনা করেন।
0 মন্তব্যসমূহ