Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

দুর্গাপুরে লাল নিশান টানিয়ে জমির দখল দিলেন আদালত


আদালতের আদেশ
 

লাল নিশানা উড়ানো হচ্ছে
ঘোষণা দিচ্ছেন
দুর্গাপুর প্রতিনিধিঃ 

রাজশাহীর দুর্গাপুর থানার দেবিপুর গ্রামে আদালতের রায়ে লাল নিশান টানিয়ে ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিয়েছেন আদালত কতৃপক্ষ। 

সোমবার ১৮ সেপ্টেম্বর সকালে জমির মালিক সানোয়ার হোসেনকে এ জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। 

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৩ সালে বাদী সানোয়ার হোসেন দুর্গাপুর উপজেলার দেবিপুর মৌজার ১৪ শতাংশ  জমির উপরে বিবাদী মোঃ মাহতাব আলীর নামে উচ্ছেদ মামলা ১৪৭/২০১৩  দায়ের করেন।  এ মামলায় দীর্ঘ শুনানি শেষ ২০২১ সালে আগষ্ট মাসে আদালত  বাদীর পক্ষে ডিগ্রি ঘোষণা করেন। এরপর বাদী আদালতের মাধ্যমে দখল পেতে আবেদন  ৪/২২ অঃ প্রঃ করেন। এর প্রেক্ষিতে গত ২০ জুন ২০২৩ তারিখে বাদির পক্ষে চুড়ান্ত রায় ঘোষণা করে আদালত । সোমবার সকালে ঐ ডিগ্রির প্রেক্ষিতে  জেলা ও দায়রা জজ আদালতের জারী কারক ইমরুল কায়েস ঐ জমিতে গিয়ে লাল নিশান টানিয়ে ঢোল পিটিয়ে আদালতের আদেশ পাঠ করে জমির
মালিককে দখল বুঝিয়ে দেন। 
বাদী সানোয়ার হোসেন জানান, আমি চাকরির সুবাদে বাড়ির বাহিরে থাকায় বিবাদী আমাদের জমি  ভোগদখল করে আসছিল। তাই আমরা আদালতের শরণাপন্ন হয়ে সুবিচার পেয়েছি। আদালত আমাদের দখল বুঝিয়ে দিয়েছেন। ইতিপূর্বে বিবাদী আমাকে ও আমার ছোট ভাইকে নানা হুমকি ধামকি দিত, জমিতে গেলে  ট্রাকের চাকার তলে পৃষ্ঠ করে হত্যা করবে, পিটিয়ে হাসপাতালে রাখবে 
বলতো। 
এবিষয়ে বিবাদী মাহতাব আলী জানান, আমি কোনো কাগজ পায়নি শুনেছি ডিগ্রি পেয়েছে। আদেশের বিরুদ্ধে মামলা করবো।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ