দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আব্দুল করিম।
৩১ জানুয়ারী সকালে উপজেলার “ দূর্গাপুর বুদ্ধি, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়” এবং “ উমেদ স্যার স্বরনিকা প্রতিবন্ধী পাঠশালায়” প্রতিবন্ধী বাচ্চাদের মাঝে উপজেলা পরিষদের পক্ষ হতে এই কম্বল বিতরণ করা হয় । উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আব্দুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহাবুবা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে ইউএনও আব্দুল করিম জানান,
সমাজে পিছিয়ে পড়া শিশুদের মাঝে কম্বল বিতরণ করে তাদের পাশে দাঁড়ানোর আমাদের প্রয়াস। আমাদের সকলকে সবসময় নিজের অবস্থান থেকে তাদের প্রতি সহযোগিতার মনোভাব রাখতে হবে।
0 মন্তব্যসমূহ