দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে সিরাতুন্নবী( সাঃ) উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামি মাড়িয়া ইউনিয়ন শাখার ৬ নাম্বার ওয়ার্ড কর্তৃক আয়োজিত কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মাড়িয়া হেজাতিপাড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশে ৬ নাম্বার ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাড়িয়া ইউপি জামায়াতের আমির সোহরাব আলী, সেক্রটারি আব্দুস সামাদ ছাড়াও উক্ত ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা। বক্তারা সিরাতুন্নবী( সাঃ) নানা তাৎপর্য বর্ণনা করেন। দেশ ও জাতির স্বার্থে সর্বদা কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ