নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী দূর্গাপুর শাখার নেতৃবৃন্দরা শারদীয় দূর্গা উৎসব ২০২৪ উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিন্তে পালন করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
১০ অক্টোবর (রবিবার) উপজেলার আড়োইল,গুনাজিপাড়া,বেলঘড়িয়া, যুগিশো, বর্ধনপুর, নান্দিগ্রাম সহ নানা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী দুর্গাপুর শাখার সাধারণ সম্পাদক, শামিম উদ্দিন, ২ নং ইউনিয়নের আমীর অধ্যাপক জাবের আলী, সেক্রেটারি আব্দুল আজিজ, জামায়েত নেতা, আকরাম আলী, আবু রায়হান, সেলিম উদ্দিন, আলমগীর হোসেন, জুবায়ের, প্রমূখ এছাড়াও বিভিন্ন শাখার সকল ইউপির নেতাকর্মীরা পূজা মণ্ডপ পরিদর্শক করেন। এসময় জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা সনাতন ধর্ম অবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিন্তে পালনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
0 মন্তব্যসমূহ