গত ১১ অক্টোবর “জমিদারি' চালান প্রধান শিক্ষক, বাকিরা প্রজা” এই শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও দ্যা ডেইলি ম্যাসেন্জার পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বখতিয়াপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীন।
এক প্রতিবাদ পত্রে তিনি উল্লেখ করেন, প্রকাশিত সংবাদটি উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা যার বাস্তবিক কোন ভিত্তি নেই। আমার ধর্মীয় পোশাক নবীর সুন্নত দাড়িক কটুক্তি করা হয়েছে। স্কুল নিয়ে কিছু কুচক্রী মহল দীর্ঘ ১১ বছর ধরে নানা অপপ্রচার চালিয়ে আসছে যা বিভিন্ন তদন্তের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে। ২২ টি বিভিন্ন পুকুরে স্কুলের মোট ২৪ বিঘা সম্পত্তি রশিদমূলে আদায় হয়। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ট্রেন্ডার দেওয়া হয় এখানে দুর্নীতির বিন্দুমাত্র সুযোগ নেই। সম্পূর্ণ শিক্ষা ব্যাবস্থা অবৈতনিক হওয়ায় কোনো ধরনের চার্জ গ্রহণ করা হয়না। কিছু স্বার্থান্বেষী শিক্ষক অবৈধ সুবিধা আদায়ের জন্য বিভিন্ন মিথ্যা তথ্য ছাড়িয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে চাপ প্রয়োগ করতে চাইছে। আমি কোনো ধরণের দুর্নীতির সঙ্গে জড়িত নেই। প্রকাশিত মিথ্যা সংবাদটির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী,
মোঃ আলাউদ্দীন
প্রধান শিক্ষক
বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়
0 মন্তব্যসমূহ