রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালে বিরুদ্ধে মিথ্যা তথ্য ছাড়ানো জন্য ভুল শিকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আঃ সাত্তার, মোঃ আইয়ুব আলী, মোঃ আজিমুদ্দিন, মোঃ এসলা। রবিবার সকালে দুর্গাপুর বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে তাঁরা বলেন, গত ২৫ সেপ্টেম্বর ও ২ অক্টোবর, প্রকাশিত সংবাদে আমাদের বক্তব্য প্রচার করা হয়েছে। সেখানে আমাদের দেওয়া তথ্য, মনগড়া কল্পনাপ্রসূত ছিলো। আমরা একটি মহলের প্রলোভনে কু-পরামর্শে দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সফল ঝালুকা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান আয়নালের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছি । যা আমাদের ভুল হয়েছে। আমরা অঙ্গিকার করিতেছি যে, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মিলেমিশে বসবাস করবো এবং পরবর্তীতে এমন ভুল কাজ করব না।
0 মন্তব্যসমূহ