নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের উদ্যোগে বড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর অধ্যাপক জাবের আলীর সভাপতিত্বে ও মাস্টার আব্দুল খালেকের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই প্রত্যেক জামায়াত কর্মীকে একজন সফল সমাজকর্মী হিসেবে নিজেকে তৈরি করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে। তিনি তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে দেশে হানাহানি, দখলদারিত্ব ও চাঁদাবাজির ঘটনা উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য মাওলানা আহমদ উল্লাহ, উপজেলা আমীর মাষ্টার সাইফুল ইসলাম, তাহেরপুর পৌর আমীর অধ্যাপক শহীদুজ্জামান মীর, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আব্দুল কাদের, আব্দুল্লাহিল কাফি, আব্দুল আজিজ প্রমুখ।
0 মন্তব্যসমূহ