Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

মহান একুশের চেতনা ধারণ করে দেশ গড়তে হবে -দুর্গাপুরে মাতৃভাষা দিবসের আলোচনা সভায় নুরুজ্জামান লিটন




নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর দুর্গাপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে "জাতীয় জীবনে একুশের চেতনা” শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


২১ ফেব্রুয়ারী (শুক্রবার) রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে প্রস্তাবক অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা কার্যক্রম শুরু হয়। বেলা দশটায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবরিনা শারমিনে সভাপত্বি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কমিশনার (ভূমি) ও দুর্গাপুর পৌর প্রশাসক লসুমন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদাউস, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, বীর মুক্তিযোদ্ধা
অনিসুর রহমান, রাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে উপস্থিত ছিলেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী ৫ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  মনোনীত পদপ্রার্থী নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু,বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম উদ্দিন, পৌর আমীর মাওলানা নুর আলম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এতে। জামায়াত নেতা নুরুজ্জামান লিটন বলেন,১৯৫২ সালের একুশের চেতনা ধারণ করে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। তাই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস দেখতে চাই না। ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। 
এছাড়া অন্যান্য বক্তারা ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের  কথা স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।  






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ