নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাগড়গাছী পশ্চিম পাড়া জামে মসজিদ প্রসঙ্গে বিরাট ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী ৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুস সাত্তার।
২৩ ফেব্রুয়ারী (রবিবার) সন্ধ্যা থেকেই ইসলামিক জলসা শুরু হয়। এতে দেশবরেণ্য চারটি আলেম বক্তব্য প্রদান করেন। উক্ত ইসলামী জলসা সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওঃ গোলাম মোস্তফা, আলহাজ্ব আহম্মদ মোস্তফা, মোঃ জেকের আলী প্রমূখ বৃন্দ। প্রধান অতিথি আলহাজ্ব আব্দুস সাত্তার বলেন, মুসলমানদের জন্য পরিপূর্ণ জীবন বিধান রয়েছে। যা অনুসরণ করা প্রতিটি মুসলমানের কর্তব্য। নামাজের মধ্যে রয়েছে প্রশান্তি যা আমাদের মনের পীড়া-কে দূর করে দেয়।
0 মন্তব্যসমূহ