নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরে এসএসসি পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সাবরিনা শারমিন।
১০ এপ্রিল (বৃহস্পতিবার) শুরু হয় এসএসসি পরীক্ষায় সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি পরীক্ষার পরিবেশ, প্রশ্নপত্র সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক দিক পর্যালোচনা করেন।
একই দিনে উপজেলার দাওকান্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী। তিনি কেন্দ্রের নিরাপত্তা ও পরীক্ষা পরিচালনার সার্বিক বিষয় তদারকি করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
কেন্দ্র পরিদর্শনের সময় ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দুলাল আলম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম প্রমূখ।
এ বছর দুর্গাপুর উপজেলার মোট ৫টি কেন্দ্রে ২ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সুষ্ঠু, নকলমুক্ত ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নজরদারি।
পরিদর্শন শেষে ইউএনও সাবরিনা শারমিন বলেন, “পরীক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনিয়ম রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
উপজেলা প্রশাসনের এ তৎপরতায় নির্বিঘ্নে পরিক্ষা দিচ্ছেন ছাত্র ছাত্রীরা ।
0 মন্তব্যসমূহ