নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরে পাচুবাড়ি যুবসংঘ সমবায় সমিতির আয়োজনে“ আরাফাত রহমান কোকো" স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার দেলোয়াবাড়ি ইউনিয়নের শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয় ।
এতে দুর্গাপুর শাওন একাদশ ও মোহনপুর জাহানাবাদ একাদশের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ক্রিয়া অনুষ্ঠানে দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া - দুর্গাপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল, সদস্য সচিব জুবায়েদ হোসাইন, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুল রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সিনিয়র সহ সভাতি আজাদ রেজাউল করিম (রেজা চেয়ারম্যান), উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান, উপজেলা বিএনপির নেতা জিল্লুর রহমান, প্রফেসর রফিকুল ইসলাম রফিক, পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, ঝালুকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজেনা বেগম, ৪ নং দেলোয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলেফ উদ্দিন, বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল, সদস্য সচিব জুবায়েদ হোসাইন, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুল রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সিনিয়র সহ সভাতি আজাদ রেজাউল করিম (রেজা চেয়ারম্যান), উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান, উপজেলা বিএনপির নেতা জিল্লুর রহমান, প্রফেসর রফিকুল ইসলাম রফিক, পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, ঝালুকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজেনা বেগম, ৪ নং দেলোয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলেফ উদ্দিন, বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, প্রথমেই আমরা কিংবদন্তী ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। সেই সাথে দোয়া করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর মাগফিরাতের জন্য।
আরও দোয়া করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। তিনি বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন আমাদের দেশের ক্রীড়াঙ্গনের একজন বলিষ্ঠ ও দক্ষ সংগঠক।
তিনি আরও বলেন, তরুণ সমাজ, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে খেলা ধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। মদ, জুয়া ও উশৃংখোলা ও বিপথগামিতা থেকে তরুণ ও যুব সমাজকে সঠিক পথে ফিরানোর জন্য খেলাধুলা একটি বলিষ্ঠ হাতিয়ার। তরুণ ও যুব সমাজ এর প্রতি আমাদের নজর রাখতে হবে যাতে করে তারা ভবিষ্যতে বলিষ্ঠ, দক্ষ ও বিচক্ষণ নেতা হিসাবে গড়ে উঠতে পারে। প্রতিটি বাবা মায়ের উচিৎ সন্তানদের প্রতি খেয়াল রাখা, যাতে করে আমাদের সন্তানরা পরিপূর্ণ ভাবে মানবিক সন্তান ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। আলহাজ সাত্তার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফার বিষয়ে দেশের প্রতিটি নাগরিক কে সচেতন করে তুলতে হবে। সকলের ঐক্য বদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জনাব তারেক রহমানের সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনের স্বপ্নকে বাস্তবায়নে সহযোগিতা করা। আব্দুস সাত্তার সকলের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং সকলের কাছে দোয়া চাইলেন তিনি যেন সুখে দুঃখে মানুষের পাশে থেকে সেবা করতে পারেন।
0 মন্তব্যসমূহ