Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

দুর্গাপুরে আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তারের গণসংযোগ


মাজিদুল ইসলামঃ

রাজশাহীর দুর্গাপুরে বিভিন্ন এলাকায় ৩১ দফা বাস্তবায়নের গণসংযোগ ও অসুস্থ বিএনপি কর্মীদের শারীরিক খোঁজ খবর নিয়ে অর্থিক সহযোগিতা প্রদান করেছেন রাজশাহী ৫ (পুঠিয়া -দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেব আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার। 








১১ মে (রবিবার) মাড়িয়া ইউনিয়নের, বাছের মোড়, চেতনার মোড়, মৃধা পাড়া, পালী বাজার জনগণের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন ও সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে  দফাগুলো বাস্তবায়নে  জনগণকে কাজ করার  আহ্বান করেন। গণসংযোগ শেষে মৃধাপাড়া এলাকার অসহায় বিএনপি কর্মী 
আব্দুর রবের বাড়িতে গিয়ে শারীরিক খোঁজ খবর নেন এবং  অর্থিক সহযোগিতা প্রদান করেন । এছাড়াও অসচ্ছল বিএনপি কর্মী হুছেন, গফুর, উজ্জ্বল প্রমুখ কে অর্থিক সাহায্য প্রদান করেন। 

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন , বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী, মাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা ওবায়দুল হক (তুহিন) সহ দুর্গাপুর থেকে আগত বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা  উপস্থিত ছিলেন। 


বিশিষ্ট শিল্পপতি সমাজসেবকক আব্দুস সাত্তার বলেন , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ের ১৯ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের ঈর্ষণীয় উন্নয়ন সাধন করেছিলেন। তার ধারাবাহিকতা রক্ষা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া  পিছিয়ে পড়া বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিয়েছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার  দেশ ও জনগণের অনেক ক্ষতি করেছে।  দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে বিএনপি'র বিকল্প নেই । প্রিয় নেতা তারেক রহমানের ৩১  দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে  কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপিকে সমর্থন করার জন্য জনগণকে আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ