জি এম কিবরিয়াঃ
রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার,সাজা ভুক্ত ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত সাত আসামীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
২০ জুন( শুক্রবার) আটককৃত আসামিদের কোর্টে চালান করা হয়েছে।
দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ( ওসি) দুরুল হোদার দিক নির্দেশনায় রাতভর দুর্গাপুর থানার অভিযানিক দল উপজেলা বিভিন্ন এলাকায় গ্রেপ্তার অভিযান চালায়। উক্ত অভিযানে আটকৃতরা হলেন, মামলা নং ১২(৬)২৫ এর ধৃত আসামী মোঃ শরিফ , মামলা নং ০৮(৬)২৫ এর ধৃত আসামী মোঃ রিপন আলী, মোঃ মাসুম রানা, মামলা নং- ১১৩/২৫(দূর্গাপুর) গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ধৃত আসামী মোসাঃ সকিনা বেগম, মামলা নং ১০/২৪ এর সাজা গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ধৃত আসামী মোঃ কাওসার হোসাইন, মামলা নং-১৪৭/২৫ (দূর্গাপুর) এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ধৃত আসামী মোঃ নাজমুল হক, এবং দুর্গাপুর থানার জিডি নং-, তাং-২০/০৬/২০২৫ইং, ধারাঃ ফৌঃ কাঃ বিঃ ১৫১ এর ধৃত আসামী মোঃ কাওসার ইসলাম।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, পৃথক অভিযানের মাধ্যমে বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামীদের কোর্টে চালান করা হয়েছে। নিয়মিত গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে৷
0 মন্তব্যসমূহ