Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

“ দুর্গাপুরে শিল্পপতি নুরুন নবীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত ”



নিজস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর দুর্গাপুরের বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক  নূরুন নবীর নবম মৃত্যুবার্ষিকী  দোয়া ও নানা আয়োজনের মাধ্যমে  পালিত হয়েছে।  তিনি ২০১৪ সালের ১৯ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় ৫১ বছর বয়সে মৃত্যু বরণ করেন। 
বিশিষ্ট শিল্পপতি নূরুন নবীর স্মরণে ১৮ আগষ্ট শুক্রবার পরিবারের পক্ষে থেকে শালঘরিয়া সোনারপাড়া জামে মসজিদে  দোয়ার আয়োজন করা হয়।  এতে  দোয়া পরিচালনা করেন হাফেজ হাবিবুর রহমান । সেইসাথে কুরআন-খানী, কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।এছাড়া  নিগার কোল্ড স্টোরেজ প্রা: লি: এর পরিচালকবৃন্দ, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দের   উপস্থিতে মরহুমের রূহের

দোয়া অনুষ্ঠান
করব জিয়ারত
মাগফিরাত কামনা করা হয়। 

প্রয়াত শিল্পপতি নূরুন নবী তার কর্মজীবনে  নিগার কোল্ড স্টোরেজ প্রা: লি:, মেরিন ফ্লাওয়ার মিলস্ প্রা: লি:, নিগার পটেটো টিস্যু কালচার এন্ড সীড-স্ প্রোডাক্ট, জনতা রাইস মিলস্ ও মোবিন ওয়েল মিলস্ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক, সমাজসেবক, শিক্ষানুরাগী ও ধর্মীয় অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ