Header Ads Widget

Responsive Advertisement

সাম্প্রতিক খবর

6/recent/ticker-posts

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের একশান



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর দুর্গাপুরে অবৈধ পুকুর খনন ও মাটি পরিবহনের রোধে ইউএনও  স্বীকৃতি প্রামাণিকের লাগাতার অভিযানে জেল, অর্থদণ্ড, ব্যাটারি জব্দ, চলমান রয়েছে। 

জানাযায়,  উপজেলা  নির্বাহী কর্মকর্তা ইউএন স্বীকৃতি প্রামাণিক যোগদানের পর থেকে তিন ফসলী  জমিতে অবৈধ পুকুর খনন কঠোর হস্তে  দমন করেন। তবে আসন্ন বর্ষা মৌসুম সামনে রেখে
ভেকু দালাল চক্র বেপরোয়া  হয়ে উঠেছে । কোনক্রমে অবৈধ পুকুর খনন রোধ করা যাচ্ছে না । প্রশাসন সাংবাদিক ম্যানেজের নামে লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। তিন ফসলি জমি, পুকুর  সংস্কারের নামে মাটি বিক্রয় রোধে প্রশাসনের লাগাতার অভিযান চলমান রয়েছে।  অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ইউএনও এসিল্যান্ডের অভিযানে  এ সপ্তাহে ২ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়াও পলাশবাড়ী, শ্রীপুর, ফলিয়ার ব্রিজ, শালঘোড়িয়া, আংরার বীল, অনুলিয়ার বীল, সিংগা, বহরমপুর, কানপাড়া আমতলা, সূর্যভাগ এবং গোপালপাড়া বিলে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হয়।  

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স্বীকৃতি  প্রামাণিক বলেন, অবৈধ পুকুর খননের বিরুদ্ধে, কৃষি জমি ও সড়ক রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ